সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মাণাধীন ওই ভবন দুবাই শহরের ভাইসরয় দুবাই জুমাইরাহ গ্রামে অবস্থিত। নির্মাণ শুরুর এক বছর পর ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৬০ তলা বিশিষ্ট নির্মাণাধীন এ ভবন স্কাই টাওয়ার নামে পরিচিত। বিশ্বের বিখ্যাত ব্যবসায়ী ও ধনকুবেরদের গন্তব্যস্থল হিসেবে ভবনটি নির্মাণাধীন ছিল।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন