প্রবীণ বিজেপি নেতা ব্রিজপাল তেওটিয়ার উপর হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিয়াবাদে তার কনভয়কে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। AK-47 থেকে অন্তত ১০০ রাউন্ড গুলি চালানো হয় নেতার উপর।
গুলিতে আহত ব্রিজপালকে নয়ডার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় পাঁচজন আহতও হয়েছেন। আহতদের গাজিয়াবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকধারীরা টয়োটা গাড়ি থেকে নেতার স্করপিয়োতে গুলি চালায় বলে জানা গেছে। দলের বেশ কিছু নেতা ইতোমধ্যেই দেখতে গিয়েছেন তেওটিয়াকে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। খোঁজ চলছে দুষ্কৃতীদের। বাড়ানো হয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ