এ যেন আরও এক আইলান কুর্দি। সমুদ্রে ভেসে আসা যে মৃত ছেলেটির ছবি গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিল গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার উদ্বাস্তু সমস্যা। এরকমই আরও এক ছোট ছেলের রক্ত ও ধুলা মাখা মুখে আরও একবার প্রতিফলিত হল সে দেশের যুদ্ধবিধ্বস্ত ছবি।
সিরিয়ার আলেপ্পোয় বিমান হানার পর ধ্বংসস্তুপের মধ্যে থেকে ৫ বছরের ছেলেটিকে উদ্ধার করা হয়। জানা গেছে তার নাম ওমরান দাকনিশ। ধুলা-রক্তে মাখা ছোট্ট মুখে শুধুই আতঙ্ক আর যন্ত্রণা যেন ফুটে বেরোচ্ছে। সিরিয়ার বিরোধী কর্মীরা ছবিটি প্রকাশ করেছে। একটি অ্যাম্বুলেন্সের কমলা রঙের চেয়ারে বসে ছোট ছেলেটি। প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এই ছবি।
বুধবার রাতে মাথায় আঘাত নিয়ে তাকে ওলেপ্পোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার মস্তিষ্কে কোন আঘাত লাগেনি বলে জানিয়েছেন ডাক্তাররা। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-০১