যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম। আবার এই গ্রামই তাদের পৃথিবী। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ওগি গ্রামে বসবাস করছে দানি উপজাতির। ১৯০৯ সালে পর্তুগিজ ভূপর্যটক হেনড্রিকাস অ্যালবার্টাস লরেনজের তত্ত্বাবধানে একটি অভিযানকারী দল প্রথম পা রাখে পুনকক ত্রিকোরা পর্বতমালায়।
সেখানেই দেখা মেলে দানি উপজাতির মানুষদের। এই উপজাতির নিজস্ব সংস্কৃতি, উৎসব এবং নানা সামাজিক আচার ধীরে ধীরে গোটা পৃথিবীর কাছে আকর্ষণীয় করে তুলেছে তাদের। প্রতি বছর অাগস্টে দানিদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব শুরু হয়। সেখানে ভিড় জমান দেশ-বিদেশের বহু পর্যটক। পাহাড় ঘেরা গভীর অরণ্যে কেমন ভাবে জীবন কাটে দানিদের তা নিয়ে দেখুন কিছু ছবি।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৬/হিমেল-০৮