তুরস্কে গত জুলাই মাসের ১৫ তারিখের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার ৮৭ জন স্টাফকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এ খবর জানায়।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, একটি অভ্যন্তরীণ তদন্তে জাতীয় গোয়েন্দা সংস্থার সাময়িক বহিষ্কৃত ১৪১ জন গোয়েন্দা কর্মকর্তার মধ্যে ৮৭ জনকে বরখাস্ত করা হয়েছে এবং এদের মধ্যে ৫২ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লোককে বরখাস্ত করলেও দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা থেকে কাউকে বরখাস্ত করার এটিই প্রথম ঘোষণা।
অভ্যুত্থান সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক না করার জন্য তুর্কি গোয়েন্দা সংস্থা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সরকারের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে শূন্যতার কথা স্বীকার করা হয়।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম