পাকিস্তানের ইসলামাবাদে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করেছেন আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির প্রধান নেপালের অর্জুন বাহাদুর থাপা।
গতকাল মঙ্গলবার 'বিদ্যমান পরিস্থিতি'র কারণে সার্ক সম্মেলনে যেতে নেপালের কাছে নিজের অসম্মতি জানায় ভারত।
সম্মেলন স্থগিত করার কারণ হিসেবে বলা হয়েছে, সার্কভুক্ত যে কোনো একটি দেশ যদি সম্মেলন বয়কট করে তবে স্বাভাবিকভাবেই সম্মেলনটি স্থগিত হয়ে যায়।
ভারতের পর বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালকে জানায়, তারা এ সম্মেলনে যোগ দিচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে সার্ক সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত নেন এর বর্তমান প্রধান।
চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এ হামলার জেরেই সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেয় ভারত। সূত্র : কাঠমান্ডু পোস্ট
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা