পারমাণবিক দেশ হিসেবে ভারতকে দায়িত্বশীল আখ্যা দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। সম্প্রতি আমেরিকার নর্থ ডাকোটায় আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে ভারত দায়িত্বশীল আচরণ করেছে। তবে পাকিস্তানকে 'আনস্টেবল' উল্লেখ করেছেন বিশ্বের সামরিক শক্তিধর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, অতীতে একাধিকবার পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে ঝামেলায় জড়িয়েছে পাকিস্তান। যেহেতু তারা আমেরিকার সরাসরি শত্রু নয় তাই এ বিষয়ে স্থিরতা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করছি।
পারমাণবিক প্রযুক্তিতে উত্তর কোরিয়ার সক্ষমতা অর্জন বিশ্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার ব্যাপারে অ্যাশটন কার্টার বলেন, দেশটি অনেক আগেই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি সামরিক শক্তির কৌশলগত নিরাপত্তার বিষয়ে দেশটির নেতৃত্বের প্রতিশ্রুতি এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সম্মেলনে চীনের প্রশংসা করেন মার্কিন প্রতিরক্ষমন্ত্রী। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রে গুণগত ও সংখ্যার দিক দিয়ে চীন এখন অনেক সমৃদ্ধ। তারপরও এ প্রযুক্তির ব্যবহারের বিষয়ে চীন পেশাদার আচরণ করতে সমর্থ হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা