এবার ভারতের বিরুদ্ধে সেনা হত্যার অভিযোগ এনেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা জানায়, ভারতীয় বাহিনী লাইন অব কন্ট্রোলে গোলাগুলি শুরু করলে তাদের দুই সেনা মারা যায়।
তবে ভারত এ দাবি অস্বীকার করেছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতে হামলার অপেক্ষায় থাকা সন্ত্রাসীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই দুই পাকিস্তানি সেনার মৃত্যু হয়। তবে পাকিস্তান ভারতের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা জানায়, সীমান্তে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ভারতীয় সেনারা সীমান্তে অকারণে গোলাগুলি শুরু করে। ওই গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা প্রাণ হারায়।
নওয়াজ শরীফ পাকিস্তানি গণমাধ্যমে বলেছেন, আমরা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা শান্তি চাই। কিন্তু এই চাওয়াটাকে আমাদের দুর্বলতা ভাবা ঠিক নয়।
১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে এক হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। ভারত তখন এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। সূত্র : ফক্স নিউজ, এনডিটিভি
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা