পাকস্তিনি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান এবার ভারতীয় সেনাবাহিনীর উপরে হামলা চালাতে প্রস্তুত বলে তারা ঘোষণা দেয়। জানা যায়, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবানের নজর এখন কাশ্মীরে দিকে। যদিও এর আগে তারা বলেছিল, কাশ্মীর নিয়ে তারা চিন্তিত নয়। তাদের মূল লড়াই পাকিস্তানের প্রশাসন ও সেনার বিরুদ্ধে। কিন্তু উরি হামলার পর রাতারাতি তা বদলে গেছে।
তেহরিক-ই-তালিবানের এই হামলা ঘোষণা করার নেপথ্যে কী লুকিয়ে আছে কোন রাজনৈতিক উদ্দেশ্য?
এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, উরি হামলার পরে বেশিরভাগ দেশই পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই প্রশাসনের সু- নজরে আসতে চাইছে তেহরিক-ই-তালিবান। তারা এখন যুদ্ধ ঘোষণা করলে আফগান তালিবান গোষ্ঠীর সমর্থনও পাবে কাশ্মীরের বিরুদ্ধে লড়াই করার জন্য। একই সাথে পাকিস্তানিদের অন্তরে জেহাদের বীজ বোপণ করার সু-সময় এখনই তাদের।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/এ মজুমদার