ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস ও অপর ৭ নেতার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির আদালত। হেনরিক বৃহস্পতিবার একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের লক্ষ্যে একটি স্বাক্ষর অভিযান শুরুর প্রেক্ষিতে আদেশটি জারি করা হল।
ক্যাপ্রিলেস টুইটারে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদালতের নির্দেশের ছবি পোস্ট করেছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে আরো একবার তারা তাদের সময় নষ্ট করছে।’
বিডি প্রতিদিন/ ২১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম