রাজনৈতিক উত্তেজনাকে পাশ কাটিয়ে নীল চোখের অধিকারী এক চা-ওয়ালা নিয়েই ব্যস্ত সময় কাটছে ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর। সম্প্রতি পাকিস্তানি এক ফটোগ্রাফার আরশাদ খান নামের একটি চা-বিক্রেতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তা-ই নিয়ে যত আলোচনা। পাকিস্তানের পাশাপাশি ভারতীয় তরুণীরা নাকি রীতিমতো তার প্রেমে পড়ে গেছে।
পাকিস্তানে আরশাদ এখন রীতিমতো সেলিব্রেটি বনে গেছে। প্রতিদিন লোক আসছে। তার সঙ্গে ছবি তুলছে। স্থানীয় বিভিন্ন সংস্থা থেকে মডেলিংয়েরও প্রস্তাব পেয়ে গেছে সে। কিন্তু আরশাদ খান নামের সেই ১৮ বছর বয়সী তরুণ এসব প্রস্তাব অবজ্ঞায় দূরে ঠেলে দিয়েছে। পশতুন সম্প্রদায়ের আরশাদ জানিয়েছেন, সিনেমা, মডেলিং নিয়ে তিনি ভাবছেন না। কারণ পরিবারের কেউ কখনো সিনেমায় অভিনয় করেনি। আর এসব কাজ তাদের চোখে অসম্মানজনক।
আরশাদ বলেন, পশতুনরা সবসময় সম্মানজনকই কাজই করতে চায়। সম্মানজনক কাজের প্রস্তাব পেলে আমি সেটা করতে রাজি আছি।
রাতারাতি সেলিব্রেটি তকমা পাওয়ার বিষয়ে আরশাদের মন্তব্য, এটা খুবই বিভ্রান্তিকর!
বিডি প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/ফারজানা