ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে উত্তেজণার সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। বিএসএফ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত রেখায় আজ শুক্রবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
বিএসএফ দাবি করেছে, পাকিস্তানি সীমান্তরক্ষীরা সকালে হিরানগর সেক্টরে ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জবাবে বিএসএফও পাল্টা গুলি চালায়। যার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।
এনডিটিভির খবর বলা হয়েছে, গত বুধবার রাত থেকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতের স্নাইপার নিয়ে টহল শুরু করে বিএসএফ। ওই সেনারা শুক্রবার ভারতে প্রবেশের চেষ্টা করলে গুলিতে মারা যায়। তবে এসময় এক বিএসএফ সদস্যও আহত হয়েছে বলে জানানো হয়েছে।
অবশ্য, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর গোলগুলির ঘটনা নিশ্চিত করলেও হতাহতের খবর নাকচ করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর