নারী শিক্ষার্থীদের জিনস, লেগিংস ও ঝকমকে গহনা পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেরালার একটি মেডিকেল কলেজ। গত বৃহস্পতিবার রাজ্যের তিরুবন্তপুরমের অবস্থিত ওই সরকারি মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি সার্কুলার ইস্যু করা হয়। প্রিন্সিপালের স্বাক্ষর করা ওই চিঠিতে এমবিবিএস নারী শিক্ষার্থীদের ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশিকায় একেবারে নীচের দিকে পুরুষ ও নারী শিক্ষার্থীদের কি করা উচিত আর কি করা উচিত নয় তার একটি তালিকা দিয়ে দেওয়া হয়। সেখানেই প্রত্যেক শিক্ষার্থীদেরই সাধারণ পোশাক পরে আসার কথা বলা হয়েছে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, পুরুষদের পরিষ্কার পোশাক, জুতা এবং নারী শিক্ষার্থীদেরকে চুরিদার ও শাড়ি পরে আসতে হবে এবং প্রত্যেকেরই চুল নির্দিষ্ট পরিমাণ কাটতে হবে। ওই নির্দেশিকায় নারীদের জিন্স, লেগিংস ও ভারি গহনা পরার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
ভারতের মধ্যে এই কেরালাই সাক্ষরতার হার সবচেয়ে বেশি। অথচ সেই রাজ্যেই এই ধরনের পোশাক বিধি চালু করার নির্দেশে বিতর্ক উঠতে শুরু করেছে। এর আগে চলতি বছরের গোড়ার দিকেই কোঝিকোড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জিন্স পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
মেডিকেল ও প্রকৌশলীর নারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শাড়ি পরে চলাফেরার ক্ষেত্রে তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। পরীক্ষার সময় কিংবা প্র্যাকটিক্যালের সময় যেখানে স্বাভাবিক চলাফেরাটা খুব প্রয়োজন সেখানে, এই ধরনের ঢিলেঢালা পোশাকে অসুবিধা হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব