ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ের কেন্দ্রে পরণিত হওয়া মসুলের একটি সালফার কারখানার বিষাক্ত ধোঁয়ায় ২ জন নিহতের পাশাপাশি অসুস্থ হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
শনিবার রাতে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মসুলের দক্ষিণে আল-মিশরাক নামে ওই সালফার কারখানা ঘিরে যুদ্ধের সময় আইএস জঙ্গিরা কারখানাটিতে আগুন দেয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও যুক্তরাষ্ট্র কর্মকর্তারা।
শুক্রবার কয়েকশ' মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নিকটবর্তী কুয়েরা সেন্টার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আব্দুল সালাম জাবুরি। তবে, হাসপাতাল এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর জানায় নি।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব