জনপ্রিয়তা বেশি থাকা সত্ত্বেও হিলারি ক্লিনটন কেন হেরে গেছেন, তা রীতিমতো বিশ্লেষণের বিষয়। কিন্তু হিলারির সমর্থকরা পড়েছেন বিপাকে। ডোনাল্ড ট্রাম্পই যে হোয়াইট হাউসে যাচ্ছেন। তাই ট্রাম্প থেকে পালাতে বোধহয় দেশ ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে হাজার হাজার মার্কিন নাগরিক। পালিয়ে যাওয়ার গন্তব্যের ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় প্রথমেই আছে কানাডা।
প্রতিবেশী এ দেশটিতে যেতে কী করতে হবে এখন থেকেই তার খোঁজখবর নেয়া শুরু করেছে তারা। এজন্য তারা 'সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন ইন কানাডা' নামের ওয়েবপেজটিতে ভিড় করেছেন। একইসঙ্গে প্রচুর ভিজিটরের ক্লিকের কারণে সাইটটিই এবার বন্ধ হয়ে গেছে।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা