মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে মঙ্গলবার দেশটির আইনসভার উচ্চকক্ষ সিনেট পরিষদে নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেছে হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক পার্টি। খবর হাফিংটন পোস্টের।
সর্বশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী ডেমোক্র্যাটদের ঝুলিতে ৪৭টির বিপরীতে রিপাবলিকানরা পেয়েছে ৫১টি আসন। সিনেটের নিয়ন্ত্রণ পেতে ৫১টি আসন প্রয়োজন হয়। তাই বাকি দুটি আসনে জয় পেলেও সিনেটের নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের হাতেই।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে বড় ব্যবধানে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৬/মাহবুব