মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফ্লোরিডা রাজ্যটি। ফ্লোরিডায় ২৯টি আসন পান ট্রাম্প। বলা হচ্ছে, এ রাজ্যে জয়-ই ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সাসেও জয়ী হন ট্রাম্প। সেখানে তিনি পান ৩৮টি ইলেক্টরাল ভোট।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা