মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের ঘোষণা আসার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন ট্রাম্প সমর্থকরা। এদিকে আনুষ্ঠানিভাবে ট্রাম্পের জয় উদযাপন করা হবে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন মিডটাউনে।
জয় উদযাপনে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল হিলটন। চারিদিকে কড়া পাহারায় রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এরই মধ্যে ব্রডকাস্ট মিডিয়াগুলো তাদের সম্প্রচার যন্ত্রপাতি সাজিয়ে নিয়েছে। বাড়ছে ট্রাম্প সমর্থকদের ভিড়।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল