সব জনমত ও জরিপকে উপেক্ষা করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে মার্কিন ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তার হাত ধরেই আট বছর পরে ক্ষমতায় ফিরল রিপাবলিকান পার্টি।
এদিকে ট্রাম্প জয়ী হওয়ায় হয়তো হাসি ফুটেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে! বেশ কিছুদিন আগে তিনি ট্রাম্পকে, হিলারের চেয়ে ‘যোগ্যতর প্রেসিডেন্ট’ বলে মনে করার কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন। সেই হিসেবেই ধরে নেওয়া হচ্ছে ট্রাম্পের জয়ে রাশিয়া সন্তুষ্ট।
অন্যদিকে রিপাবলিকান পার্টির হয়ে প্রার্থী হওয়ার দৌড়ে শুরু থেকেই ট্রাম্পের মুখ খোলার নানা নমুনা পেয়েছে আমেরিকা। হয়তো ট্রাম্পের এই অরাজনৈতিক আচরণই জনতার মন জিতেছে। প্রাথমিক লড়াইয়ে প্রথম থেকেই বাকি প্রার্থীদের পিছনে ফেলতে শুরু করেন ট্রাম্প। আজ পিছনে ফেলে দিলেন আর হিলারিকেও।
এর আগে আজ নির্বাচনের ঘোষিত ফলাফলে ২৭৯ ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হন ট্রাম্প। বিপরীতে হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ভোট।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর ২০১৬/হিমেল