আলোচনা-সমালোচনা এবং যোগ্যতা-অযোগ্যতার মিশেলে ডোনাল্ড ট্রাম্প যেন মহাভারতের এক পৌরাণিক চরিত্র। মঙ্গলবার মাকিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজ দলের যূতবদ্ধ আক্রমণ সামলে রিপাবলিকানদের পক্ষে হোয়াইট হাউসে অধিষ্ঠিত হওয়ার হাতিয়ার ছিলেন তিনিই।
পরে মঙ্গলবার ডেমোক্রেট প্রার্থী হিলারিকে হতাশ করে আমেরিকার ইতিহাসে বয়স্কদের রাজত্ব শুরু হলো ট্রাম্পের হাত ধরেই।
১৯৮১ সালে ঊনসত্তর বছর ৩৪৯ দিন বয়সে প্রেসিডেন্ট হয়ে রোনাল্ড রিগ্যানই ছিলেন বুড়োদের তালিকায় শীর্ষে। তবে গত জুনেই ৭০তম জন্মদিন পালন করেছেন ট্রাম্প। তাই মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে রোনাল্ড রিগ্যানের রেকর্ড ভেঙে তিনিই হলেই আমেরিকার ইতিহাসের বুড়োতম প্রেসিডেন্ট। তার বয়স বর্তমানে ৭০ বছর ৫ মাস চলছে।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৩