মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ বুধবার ভোরে প্রেসিডেন্ট ওবামা ট্রাম্পকে ফোন করেন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রচার ম্যানেজার কেলিয়ান কনওয়ে। তিনি সাংবাদিকদের বলেন, বুধবার ভোরে প্রেসিডেন্ট ওবামা ট্রাম্পকে ফোন করেন। ওই সময় ট্রাম্প নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। পরে তিনি মঞ্চ থেকে নেমে ওবামাকে ফোন করেন।
দুই নেতার মধ্যে চমৎকার বাক্যালাপ হয়েছে জানিয়ে কেলিয়ান কনওয়ে বলেন, বৃহস্পতিবার ওবামা ও ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট সাংবাদিকদের বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভকারীর সঙ্গে সাক্ষাতের জন্য ওবামা বুধ ও বৃহস্পতিবার তার শিডিউল ফাঁকা রেখেছেন।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪