আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় ট্রাম্পের স্ত্রী, স্লোভেনিয়া বংশোদ্ভূত মেলানিয়ার জন্মস্থানে বিজয়ে উৎসব শুরু হয়ে গেছে। বিনামূল্যে ওয়াইন ও খাবার বিতরণ চলছে।
স্লোভেনিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, সেভনিচা শহরের মেয়র স্রেচকো অচভির্ক স্থানীয় ওয়াইন আর খাবার-দাবার দিয়ে খোলা আকাশের নিচে স্ট্রিট পার্টির আয়োজন করেছেন। স্থানীয় ফোক ব্যান্ড স্লাভকি মেলানিয়া ট্রাম্পের জন্য লেখা একটি গান পরিবেশন করেন।
মেয়র অচভির্ক বলেন, পার্টিতে মানুষ আসছে আর যাচ্ছে, আনন্দ করছে। তিনি বলেন 'মেলানিয়া এখন সেভনিচা শহরকে বিশ্ব মানচিত্রে বসিয়ে দেবেন।'
বিডি-প্রতিদিন/এস আহমেদ