ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলেও মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথটা যে তার জন্য খুব মসৃণ হচ্ছে না- তা এরইমধ্যে জানিয়ে দিয়েছে আমেরিকার জনগণ। বেশ কয়েকটি রাজ্যে হাজার হাজার মার্কিন নাগরিক ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন। তাদের মুখে সেই এক বাক্য, ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন।
সেই বিক্ষোভরত জনতার ওপর গুলি চালিয়েছে এক বন্দুকধারী। বুধবার রাতে সিয়াটলে ঘটেছে এই ঘটনা। এতে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ট্রাম্পবিরোধী মিছিলের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বন্দুকধারীর সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ হয়। পরে ওই লোকটি ফিরে এসে নির্বিচারে গুলিবর্ষণ করে পালায়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/ফারজানা