ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট নিবাসে বারাক ওবামার মেয়াদ এবার শেষ। টানা আটটি বছর আমেরিকা শাসন করার পর এবার হোয়াইট হাউজকে বিদায় জানাতে হবে তার। ফার্স্ট লেডি আর মেয়েদের নিয়ে অন্যত্র বাসা বাঁধার পরিকল্পনাও করতে শুরু করেছেন। তবে এখনই সাদা বাড়ি ছাড়তে হচ্ছে না ওবামার।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প্রকে ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকছেন বারাক ওবামাই। এমনটাই জানিয়েছে, হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সেক্রেটারি যশ আর্নেস্ট। এরপরই আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব হস্তান্তর করবেন ওবামা।
ওবামা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বড়সড় মত পার্থক্য আছে। তবে হোয়াইট হাউসের চাবি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে মসৃণভাবেই হস্তান্তর করা হবে। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ