দুর্নীতি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল করার সিদ্ধান্তের পরই উত্তরপ্রদেশের বারেলির একটি জায়গা থেকে বস্তাভর্তি ৫০০ ও ১০০০ রুপির পোড়া নোট উদ্ধার হল। সূত্রে খবর, বারেলির সি বি গঞ্জের পারসা খেদা রোডের ধারে ৫০০ ও ১০০০ রুপির নোটগুলিকে বস্তাভর্তি করে আনার পর একটি কোম্পানির শ্রমিকরা তাতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের তরফে বলা হয়, বস্তার মধ্যে নোটগুলি কাট, ছোঁড়া ও পোড়া অবস্থায় ছিল। ঘটনাস্থলে পুলিশ এসে ওই নোটগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এবং ভারতের কেন্দ্রীয় ব্যঙ্ক ‘রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া’ কর্তৃপক্ষকে জানায়।
বারেলির সিনিয়র পুলিশ সুপার যোগিন্দর সিং জানান, ’ওই নোটগুলি কার, কারা এটা ফেলে গিয়েছিল, সেই ঘটনার সত্যতা যাচাই করতে পোড়া নোটগুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে’।
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মজা করে একাধিক ছবি ঘোরাফেরা করছে। কোথাও বলা হচ্ছে এই নোট বাতিল হয়ে যাওয়ার পর এর আর কোন কাজ নেই। তাই কেউ ৫০০ ও ১০০০ রুপির নোট প্লেন বানিয়ে ওড়াচ্ছেন, কেউ আবার নোট দিয়ে ঠোঙা বানিয়ে তার মধ্যে চানাচুর খাচ্ছেন, কখনও আবার ছাগলকে খেতে দেওয়া হচ্ছে ওই অচল নোটকে। কিন্তু এবার আর মজা নয়, কালো রুপি সরাতে না পেরেই এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১২