চীনা নাগরিক মেং হোওয়েই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ইন্টারপোলের এক সাধারণ সভায় আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, ২০২০ সাল পর্যন্ত তিনি ইন্টারপোলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বর্তমানে চীনের জননিরাপত্তা বিভাগের ভাইস মিনিস্টার হিসাবে কর্মরত রয়েছেন মেং হোওয়েই। নিরাপত্তা সংক্রান্ত কাজে তার ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার