ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নবনির্বাচিত আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছেন। জানা যায়, বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন। খবর রয়টার্স।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। এ সময় তিনি ট্রাম্পকে ইসরায়েলের সত্যিকারের বন্ধু অভিহিত করে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হিলারির চেয়ে বেশি যোগ্যতর প্রেসিডেন্ট ট্রাম্পই।
বিডি প্রতিদিন/এ মজুমদার/17