ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই 'কীভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়' (How to impeach a president) -এই বাক্যটি দিয়ে গুগলে সার্চ করার প্রবণতা ৫ হাজার গুণ বেড়েছে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেট।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ দেয়ার হার ৪ হাজার ৮৫০ গুণ বেড়েছে। সবচেয়ে বেশিবার সার্চ দেয়া হয়েছে হাওয়ায়, ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন ও কলারাডো রাজ্যগুলি থেকে। যদিও এ সব রাজ্যেগুলিতে ডেমোক্রাটরাই জিতেছেন।
উল্লেখ্য, ইমপিচ হচ্ছে কোন দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে বহিষ্কার করার একটি বৈধ আইনি প্রক্রিয়া। যেখানে পার্লামেন্টের সদস্যরা প্রয়োজনীয় ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে থাকেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21