বুলগেরিয়ার অন্ধ বৃদ্ধা ‘বাবা ভেঙ্গা’কে বলা হয় এ যুগের নস্ত্রাদামুস। জীবদ্দশায় এমন কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন এই বৃদ্ধা, যা মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। ৯/১১-র হামলা থেকে শুরু করে আইএসের উত্থান সবই আগে থেকেই বলে গিয়েছিলেন ‘বাবা ভেঙ্গা’।
তিনি এও বলেছিলেন আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন একজন আফ্রিকান-আমেরিকান। অর্থাৎ বারাক ওবামা। কিন্তু হিসেব মিলল না ট্রাম্পের বেলায়। কারণ ১৯৯৬ সালে মারা যাওয়া বাবা ভেঙ্গা বলেছিলেন, ওই আফ্রিকান-আমেরিকান অর্থাৎ বারাক ওবামাই হবেন আমেরিকার শেষ রাষ্ট্রপতি। অর্থাৎ তাঁর ইঙ্গিত ছিল, ওবামার পর যাবে সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র। নয়তো ধ্বংস হবে পৃথিবী।
কিন্তু তার সেই ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণিত করে বহাল তবিয়তে অখণ্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ৪৫ তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১০০টিরও বেশি ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই বৃদ্ধা। যার মধ্যে ৮৫ শতাংশ মিলে যায়। আই এস বা ৯/১১ শুধু নয়, তালিকায় রয়েছে জলবায়ু পরিবর্তন, সুনামির মত ঘটনাও।
বিডি-প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০