আফগানিস্তানে জন্ম নেওয়া প্যারাডাইস সরৌরি নামে এই নারী তালিবানদের মৃত্যুভয় উপেক্ষা করে জীবনের গান গাইছেন! সরৌরির গানের বিষয় মূলত নারী বা নারীনির্যাতন! পুরুষতান্ত্রিক দেশটিতে মেয়ে হয়ে জন্মানোটাই যেন অপরাধ! তার উপর সে যদি সমাজের চাপিয়ে দেওয়া অনুশাসন মেনে না চলে, তবে তো আরো বিপদ! হাসতে হাসতে এ কথা জানিয়েছেন এই গায়িকা। আর এতে করে একাধিকবার মৃত্যুর হুমকি উড়ে এসেছে তার দিকে। কিন্তু তিনি তা মোটেই গায়ে মাখেন নি!
জানা যায়, আফগানিস্তানের সিভিল ওয়ারের সময় সেই দেশে জন্ম নিয়েছিলেন তিনি। দেশের উত্তপ্ত পরিস্থিতিতে সেই সময় শিশুকন্যাকে নিয়ে অন্যত্র চলে যান সরৌরির বাবা-মা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে সরৌরি ফিরে আসেন মাতৃভূমিতে। “এটা আমার দেশ, আমার শিকড় এখানে। সেটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। এভাবেই বললেন তিনি।
সমাজ কী ভাবে নারীকে কোণঠাসা করে রাখে, তা ব্যঙ্গের ছলে গেয়ে চলেন তিনি- “এদেশে তুমি কথা বলতে পারবে না, কেন না তুমি নারী! তুমি হাঁটে-ফিরতে পারবে না, নারী বলে! স্রেফ নারী বলেই স্বাধীন চিন্তা করতে গেলে মাথায় এসে পড়বে বন্দুকের বাঁটের বাড়ি! ধর্ষণ আর অ্যাসিড-হানা তো তোমার নিত্যসঙ্গী হবেই, তুমি যে নারী!
অবশ্য সব পুরুষই যে নারীর উপর জোরজবরদস্তি করেন, তেমনটা তো নয়! তাই সরৌরিরও প্রধান সমর্থনের জায়গা তার স্বামী ডাইভার্স। দুই জন মিলেই তৈরি করেছেন তাদের গানের দল- ১৪৩ ব্যান্ড।
বিডি প্রতিদিন/এ মজুমদার