শপথ গ্রহণের পর সংক্ষিপ্ত ভাষণে সকল বিভেদ ভুলে সামনে চলার আহ্বান জানিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমরা এক আত্মা ও এক দেশ। আমরা জনগনের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হলে কেউ আমেরিকাকে থামাতে পারবে না। আমরাই বিশ্বের গতিপথ ঠিক করবো'।
ক্যাপিটল হিলের মঞ্চে দাড়িয়ে উপস্থিত লাখো ভক্ত সমর্থকের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, এটি আপনাদের দিন, এটি আপনাদের উদযাপন। আমেরিকা আজ থেকে আবার বিজয়ী হতে শুরু করবে।
বক্তৃতার শেষে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শ্লোগানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'আমরা আমেরিকাকে আবার মহান করে তুলবো'।