কড়া নিরাপত্তায় হোলি পালিত হয়েছে পাকিস্তানে। প্রায় ৪০০ জন হোলি উৎসবে অংশ নেন। করাচিতে রবিবার সন্ধ্যা থেকে রাতের হোলি দহন এবং রঙ খেলা সারেন পাকিস্তানিরা। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।
অতীতে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে জঙ্গি এবং মৌলবাদী হামলার ঘটনা ঘটেছে। এবার নাশকতা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার স্বার্থে রঙের উৎসব পালনের জন্য করাচির একটি ঘেরা জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল প্রশাসন। প্রত্যেককে ভালভাবে পরীক্ষা করেই ভেতরে ঢুকতে দেয়া হয়।
করাচি ছাড়াও লাহোরের বিভিন্ন মন্দিরেও খেলা হয় হোলি। নারীরা স্বতঃস্ফূর্তভাবে রঙের খেলায় অংশ নেন। একে অন্যকে রঙ লাগিয়ে দেন।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/ফারজানা