এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের সম্মিলিত পাসের হার ৬৮.৪৫ শতাংশ। তবে এককভাবে ৭৩.৬৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে।
কারিগরি বোর্ডের ফলাফলে দেখা যায়, এবারের পরীক্ষায় বোর্ড থেকে অংশগ্রহণ করেন মোট ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে এক লাখ ৪ হাজার ৮৯২ জন ছাত্র ও এক লাখ ৩৩ হাজার ৩১২ জন ছাত্রী। পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে মোট ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পাস করেন। যার মধ্যে ছাত্র ৭৪ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ২৭ হাজার ১৮৮ জন।
কারিগরিতে এবার ছাত্রদের পাসের হার ৭১.০৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯১ জন ও ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।
কারিগরি বোর্ডের মোট ২ হাজার ৯০১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৬৯৯টি।
বিডি প্রতিদিন/নাজমুল