আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে দ্বীপপুঞ্জ দু’টি অবস্থিত।
জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল নিকোবার দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উত্তর ভারতের জন্মু ও কাশ্মীর প্রদেশের কথউয়ায় সকাল পৌনে ছয়টায় ৩.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/এনায়েত করিম