পাকিস্তানের গদর বন্দরে ও ভারত মহাসাগরে জিবুতি সামরিক ঘাঁটিতে প্রায় এক লাখ সেনা মোতায়েন করতে যাচ্ছে চীন। এই পদক্ষেপকে মহাসাগরে চীনের আধিপত্য স্থাপনের চেষ্টা হিসেবে দেখছে ভারতীয়রা। তাদের দাবি, ভারতকে লক্ষ্য করেই চীন এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য এই সৈন্য মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে চীন। খবর সংবাদ প্রতিদিনের।
চীন-পাকিস্তান অর্থনৈতিক অঞ্চল (সিপিইসি)-র সুরক্ষার জন্য এরইমধ্যে ১৫ হাজার সৈন্যের একটি বিশেষ বাহিনী বানিয়েছে পাকিস্তান। গদর বন্দরে একাধিকবার দেখা গিয়েছে চীনা রণতরী। চলতি বছর চীনের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে ১৫২ বিলিয়ন ডলার। অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে চীন। ভারতের অরুণাচল সীমান্তে বিমান বাহিনীর ঘাঁটি বানাচ্ছে দেশটি।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/ফারজানা