অবশেষে মুক্তি পাচ্ছেন হোসনি মুবারক। দীর্ঘ ৬ বছর ধরে মিশরের সাবেক এই প্রেসিডেন্ট জেলে বন্দী ছিলেন। চলতি সপ্তাহেই জেল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। খবর আজকালের।
২০১১ সালে আরব বসন্তের শুরুতে মিশরে যে অভ্যুত্থান হয়, তাতেই ক্ষমতাচ্যুত হন ৩০ বছর দেশের প্রেসিডেন্টের দায়িত্বে থকা হোসনি মুবারক। খুন, আর্থিক দুর্নীতি–সহ একাধিক অভিযোগে জেলে যেতে হয় তাকে। তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে যোগ দেওয়া ২৩৯ জন বিক্ষোভকারীকে খুনের ষড়যন্ত্রের কারণে ২০১২ সালে হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
পরবর্তীতে অব্যাহতি দেওয়া হয় তাকে ওই মামলা থেকে। যদিও মুবারকের প্রেসিডেন্টের প্রাসাদ রক্ষণাবেক্ষণের অর্থ নয়-ছয় করার কারণে জেল খাটার কথা ছিল। কিন্তু খুনের মামলায় দীর্ঘদিন আটক থাকায় ওই শাস্তির মেয়াদ সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। তাই আর তার মুক্তিতে কোনও বাধা নেই।
বন্দী হওয়ার পর থেকেই জেল এবং সেনা হাসপাতালে দিন কাটছে হোসনির। সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী জানিয়েছেন, মুক্তির পরে কায়রোর পাশে হেলিওপলিসে নিজের বাড়িতে ফিরে যাবেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩