সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং মানহানি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তান সরকারের অভিযোগ, পিটিআই সুপ্রিমো ইমরান খান পানামা পেপার মামলার রায়ের সময় সুপ্রিম কোর্টের প্রভাব খাটিয়েছেন এবং সংবাদ মাধ্যমের প্রচার করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করেছেন।
পাকিস্তানের সম্প্রচারমন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেব স্থানীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, পিটিআই চেয়ারম্যান প্রাধনমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন।
তিনি আরও দাবি করেন, পাক–সরকারের অধিকার আছে এই মিথ্যা কথার জন্য ইমরান খানের বিরুদ্ধে মানহানি ও সাইবার অপরাধ মামলা করা। সরকার ইমারন খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮