চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।
স্থানীয় সময় রবিবার ভোর ৪টা ৩২ মিনিটে ইয়ুশান শহরের চাংশু নগরীতে অবস্থিত একটি দোতলা আবাসিক ভবনে আগুন লাগে। এতে ২২ জনের মৃত্যুসহ ৩ জন আহত হয়।
বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে।
সূত্র : সিনহুয়া
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৭/ওয়াসিফ