গরু রক্ষার নামে হিংসা ছড়ালে তা কখনোই বরদাস্ত করা হবে না, কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে এমনই হুঁশিয়ারি দেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, গরু রক্ষার জন্য আইন রয়েছে৷ সেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে যে সব অপরাধ করছে কিছুজন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার জানান, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী গরুরক্ষার নামে হিংসা এবং রাজনীতিকে মেনে নেওয়া হবে না আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই৷ এই বৈঠকে মোদী দুর্নীতির বিরুদ্ধেও কথা বলেছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব দলগুলোকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া দুর্নীতি রুখতে সব দলকে এগিয়ে আসতে হবে৷ যে সব নেতারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ মোদির এই হুঁশিয়ারির ইঙ্গিত তেজস্বী যাদব এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের দিকে ইঙ্গিত করছে বলে অনেকেরই মত৷
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৭/আরাফাত