ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল সংবিধান সংশোধনের জন্য নতুন একটি সংসদ গঠন করতে পারে কিনা, সেই ব্যাপারে জনমত যাচাই করার জন্য একটি গণভোটের আয়োজন করেছে দেশটির বিরোধী দলগুলো। যেখানে লোকজন ভোট দিয়ে তাদের মতামত জানাচ্ছে।
বিবিসি বলছে, এমন এক সময় এই গণভোট হচ্ছে যখন ভেনেজুয়েলা এক গভীর রাজনৈতিক সংকটে পতিত।দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিকল্পনা অনুযায়ী, এমাসের শেষ দিকে একটি জাতীয় সাংবিধানিক পরিষদের জন্য প্রতিনিধি নির্বাচন হবার কথা।
বেআইনি গণভোট অবশ্য পুরোপুরিই প্রতীকী। বিরোধী দল বলছে, এটার মাধ্যমে তারা জনগণের মতামত নিচ্ছে যে সরকারকে আসলেই সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে দেয়া যায় কিনা।
তবে সরকার এটিকে স্বীকৃতি দিচ্ছে না। মাদুরোর মতে, দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে টেনে তোলার একমাত্র উপায় নতুন সংবিধান। কিন্তু এ পরিকল্পনা লক্ষ লক্ষ ভেনেজুয়েলানের মধ্যে ক্রোধ সৃষ্টি করেছে।
বিরোধী দলগুলোর মতে, এটা অগণতান্ত্রিক এবং মাদুরো আসলে তার ক্ষমতা সংহত করার জন্যই এটা করতে চাচ্ছেন।
গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, নিহত হয়েছে প্রায় ১০০, প্রায় দেড় হাজার লোক আহত হয়েছে। বিরোধী দলগুলো চাচ্ছে যে কোন উপায়ে হোক সরকারের ওপর চাপ সৃষ্টি করতে।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব