জঙ্গিদের লক্ষ্য ছিল পাক সেনার একটি চৌকি গুঁড়িয়ে দেওয়া। মেশিনগান থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে তারা ভিতরে ঢুকতে চেয়েছিল। আর তখনই পাল্টা গুলি চালায় রক্ষীরা। ধুন্ধুমার লড়াইয়ের পর নাশকতা রুখে চার জঙ্গিকে হত্যা করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে দেশটির বেলুচিস্তান প্রদেশের জোহব এলাকায়।
দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, জঙ্গি হামলার পরপরই ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পাকিস্তানের সব বড় শহরেই সতর্ক করা হয়েছে রক্ষীদের। যদিও বেলুচিস্তানে জঙ্গি হামলা কোন নতুন ঘটনা নয়। বিদ্রোহীদের অভিযোগ, এখানে শাসান কব্জা করার নামে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করছে পাকিস্তানি সেনারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার