যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের অঙ্গরাজ্য অ্যারিজোনায় আকস্মিক বন্যায় নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সংবাদমাধ্যম তাদের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে। জানা গেছে, গত শনিবার থেকেই নিখোঁজ ছিলেন তারা। এর মধ্যে দুইজন শিশুও রয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় ভার্দে নদীর পানি বৃদ্ধিতে বন্যা বেড়েছে। এখনও নিখোঁজ আছেন কয়েকজন। ইতোমধ্যে উদ্ধার অভিযানে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/ওয়াসিফ