অবসরপ্রাপ্ত এক মার্কিন সেনা কর্মকর্তা সম্প্রতি স্বীকার করেছেন যে, তিনি একাই ইরাকে দু’হাজার ৭৪৬ জঙ্গিকে হত্যা করেছেন। গত পাঁচ বছরে লাগাতার চলতে থাকা অভিযানে অংশ নিতে পেরে তিনি গর্ব অনুভব করেন বলেও জানিয়েছেন।
কলকাতা টুয়েন্টিফোর'র খবরে বলা হয়েছে, ডিলার্ড জনসন নামের ৪৮ বছর বয়স্ক এই মার্কিন সেনা কর্মকর্তার দাবি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত এই হত্যাকাণ্ড চালান তিনি। এজন্য তাঁর কোন অনুশোচনা হয় না। বরং গর্ব অনুভব করার কথা জানিয়েছে। মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে নির্দয় সেনা’ হিসেবে কুখ্যাত এই জল্লাদ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৩ বছর বয়সে হরিণ শিকার করে যে আনন্দ পেয়েছিলেন তিনি, বিপুল সংখ্যক ইরাকি জঙ্গিকে খতম করতে পারায় তিনি সব থেকে বেশি আনন্দিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার