সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ জেলায় রবিবার রকেট হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার কাতিফের আল-মাসুরা এলাকায় পুলিশের টহল দলকে লক্ষ্য করে ‘সন্ত্রাসীরা একটি রকেট হামলা চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলায় আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে কাতিফে অস্থিরতা চলছে। আর তারই জের ধরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে গেছে।
সূত্র: এএফপি
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/ওয়াসিফ