উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাবে চীন জানিয়েছে, 'উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট চীন তৈরি করেনি'। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীনের নীরবতাকে সম্প্রতি হতাশাজনক বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের সমালোচনার জবাব এভাবেই দিল চীন।
তাদের দাবি, সমস্যাটা চীন সৃষ্টি করেনি আর এর সমাধান করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি উত্তর কোরিয়া বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত অভিযোগে হতাশা প্রকাশ করেছে চীন। কারণ উত্তর কোরিয়া চীনের মিত্রদেশ হলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষণ নিয়ে সাম্প্রতিক বাড়াবাড়িতে চীনও এখন বিরক্ত।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট চীন তৈরি করেনি। আর এ সংকট সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে জানিয়েছে, এই চুক্তিতে দু’দলই লাভবান হচ্ছে আর এর সাথে পারমাণবিক ইস্যুকে মিলিয়ে দেখার কোনো যৌক্তিকতা নেই। কারণ এ দু’টি বিষয় সম্পূর্ণই আলাদা।
প্রসঙ্গত, গেল শনিবার উত্তর কোরিয়া তাদের দ্বিতীয় সফল আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। সাথে এটিও জানিয়েছে যে, তারা এখন যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তেই আঘাত হানতে সক্ষম। আর এটি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে উত্তর কোরিয়া বিষয়ে চূড়ান্ত আলোচনায় বসেন ট্রাম্প। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক আক্রমণের হাত থেকে রক্ষা করতে সম্ভাব্য সকল শক্তি প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
গত শনিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণার পর ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে চীনের প্রতি হতাশা প্রকাশ করে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে এত লাভবান হওয়ার পরও এবিষয়ে চীনের নিষ্ক্রিয়তা হতাশাজনক। আর তিনি এটি মেনে নিবেন না।
বিডিপ্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৭/ ই জাহান