ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে ২১ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এ কথা জানায়।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৮ জন উড়িষ্যার এবং তিনজন ঝাড়খন্দ রাজ্যের। এসব বজ্রপাতে আহত হয়েছে আরও ১০জন। হতাহতরা বজ্রপাতের সময় ধান ক্ষেতে কাজ করছিলেন। তবে ঝাড়খন্দে একটি ঘরের ছাদে বজ্রপাতে দুই ভাই নিহত হন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৭/এনায়েত করিম