কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী তা জানা যাবে আজ। মঙ্গলবার পাকিস্তানের আইনপ্রণেতারা দেশের অন্তবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে। এর আগে শুক্রবার সুপ্রিম কোর্টের এক রায়ের পর অচলাবস্থা তৈরি হয় পাক রাজনীতিতে।
উল্লেখ্য, পানামা গেট কেলেঙ্কারির জেরে দেশের সর্ব্বোচ আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীত্বের পদ হারাতে হয়েছে নওয়াজ শরিফকে। এমনকি নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপরই নিজের ছেড়ে আসা আসনে ছোট ভাই ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজকে বসিয়ে দেন শরিফ। যদিও অন্তবর্তী প্রধানমন্ত্রী পদে নওয়াজের প্রথম পছন্দ প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে। আপাতত দু’মাসের জন্য আব্বাসিকে দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলাতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই মতো সোমবারই আব্বাসি মনোনয়ন পত্র জমা দিয়ে আসেন।
অন্যদিকে বিরোধী দলগুলো এককভাবে কাউকে অন্তবর্তী প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেওয়া নিয়ে ঐক্যমতে আসতে পারেনি। তাই প্রত্যেক দলই তাদের একজন করে নেতাকে এই পদের জন্য নির্বাচন করেছে। পাক পার্লামেন্টের বিরোধী নেতা শায়েদ খুরশিদ শাহ সোমবার মনোনয়নপত্র জমা দেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতা।
এদিকে, ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ থেকে শেখ রাসিদ আহমেদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ইসলামিক পার্টি, মুতাহিদা কুয়ামি মুভমেন্ট থেকেও মনোনয়ন পত্র জমা পড়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ