সৌদি আরবের উদ্দেশে হুঙ্কার দিল ওসামা বিন লাদেনের ছেলে হামজা। ওসামার মৃত্যুর পরে ২৮ বছর বয়সী হামজাই এখন তালিবানের প্রধান মুখ। হামজাকে সামনে রেখে নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে তালিবান। এবার তাদের নিশানায় সৌদি আরবের রাজপরিবার। সম্প্রতি একটি ভিডিও টেপ প্রকাশ করেছে আল কায়দা। তাতে সৌদির রাজ পরিবারকে ‘ব্রিটেনের দালাল’ আখ্যা দিয়েছে সে।
বলেছে, ‘জিহাদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সৌদি রাজ পরিবার। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনকে সাহায্য করছে তারা। এতে ক্ষতি হচ্ছে জিহাদিদের। পাশাপাশি সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের একজোট হয়ে লড়ার পরামর্শ দিয়েছে সে।’
হামজার হুমকির সঙ্গেই লাদেন হত্যা নিয়ে সামনে এসেছে এক নতুন তথ্য। পাকিস্তানের অ্যাবোটাবাদে যে অভিযানে নিহত হয়েছিল লাদেন, সেখানে নাকি চাইলে আল কায়েদা প্রধানকে জীবিতও ধরা যেত। এমনটাই দাবি, অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সেনার বিশেষ অভিযান শাখার কমান্ডার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর্যাভেনের। তিনি বলেছেন, ‘পাকিস্তানের যে বাড়িতে লাদেন পরিবার নিয়ে থাকত, সেখানকার সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী চার রকমের পরিকল্পনা করে রাখা হয়েছিল। ওই অভিযানের বলে দেওয়া হয়েছিল, নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকলে কাউকে হত্যা করা যাবে না, গ্রেফতার করতে হবে।’ অভিযানের একপর্যায়ে লাদেন গুলিবিদ্ধ হওয়ার আগে বাড়িটির চারতলায় একটি বারান্দায় তাকে প্রায় ২০ মিনিট দেখা যায়। তখন কি লাদেনকে জীবিত ধরা সম্ভব ছিল? জবাবে ম্যাকর্যাভেন বলেন, ‘নিঃসন্দেহে।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন