সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া এমনটাই দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, তারা উত্তর কোরিয়ান বাহিনীর ব্যবহৃত সাবমেরিনের ‘অত্যন্ত অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্ত করেছে। এ মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে এই ধরণের কার্যক্রমকে উত্তর কোরিয়ার পরবর্তী কোনো অস্ত্র পরীক্ষা হিসেবেও দেখছে তারা।
দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার দাবি, উত্তর কোরিয়া এবার সাবমেরিন থেকেও অস্ত্র প্রয়োগের পরীক্ষা চালাতে যাচ্ছে। আমরা তাদের এমন কিছু কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি যাতে প্রতীয়মান হয় যে- 'তারা ডুবোজাহাজ বা সাবমেরিন থেকেই নতুন কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালাচ্ছে।'
তিনি আরো জানান, ‘আমরা উত্তর কোরিয়ান ডুবোজাহাজের ইঞ্জিন চালু করতে দেখেছি। এমনকি পানির ওপরে ভাসমান অবস্থায় ওই ডুবোজাহাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যন্ত্রাংশ থেকে বাষ্প ও ধোঁয়া ওঠতেও দেখেছি।’ ডুবোজাহাজটি সিনপো নেভাল শিপইয়ার্ডের কাছাকাছি স্থানে রাখা ছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৭/ ই জাহান