কাশ্মীরের পুলওয়ামা জেলার হাকরিপুরা এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার নেতা আবু দুজানা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া, আজকের ওই বন্দুকযুদ্ধে দুজানার সহযোগী লস্কর জঙ্গি আরিফ লিলহারিও নিহত হয়েছেন।
এ ব্যাপারে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে হাকরিপোর গ্রাম ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। গ্রামে তল্লাশি শুরু হয়। সে সময়ই নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও এর পাল্টা জবাব দেয়। গুলির লড়াইয়ে নিহত হয় দুজানা ওরফে হাফিজ। তবে ওই এলাকায় আরো জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, দুজানা ও লিলহারি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাকরিপোরা এলাকায় বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংর্ঘষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ